খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
প্রকাশিত : ১২:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট ডাকে। সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদ নিহতের মামলা বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে অনৈতিকভাবে পরিবহন শ্রমিকরা এ ধর্মঘট পালন করা হচ্ছে। ধর্মঘটের কারণে দুরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
আরও পড়ুন