ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

গরুর গুঁতোয় হাসপাতালে বিজেপি নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ষাড় গরুর গুঁতো খেয়ে পাঁজরের হাড় ভেঙে গেছে ভারতীয় জনতা পার্টির এক নেতার। তাকে স্থানীয় বাঘলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন বিজেপি নেতার নাম লিলাধর। তিনি ভারতের লোকসভার সদস্য।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ৮৩ বছরের লিলাধর গুজরাটের গান্ধীনগরে নিজ বাসভবনের বাইরে হাঁটতে বেরিয়েছিলেন।

ওই সময় হঠাৎ করেই একটি গরু তার দিকে তেড়ে আসে এবং তাকে প্রচণ্ড জোরে গুঁতো মারে।

এতে তিনি মাথায় আঘাত পান এবং তার পাঁজরের একাধিক হাড় ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) আছেন।

লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি গুজরাটে স্থানীয় সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্র: আনন্দবাজার।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি