ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

গাইবান্ধায় ছুরিকাঘাতে নারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ২৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোছা. খায়রুনেছা (৫৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আর এ হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ে জামাইয়ের বিরুদ্ধে।

গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার মরুয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোছা. খায়রুনেছা মরুয়াদহ গ্রামের আব্দুস সামাদ বেপারীর স্ত্রী। নিহতের মেয়ে জামাই সাইফুল ইসলাম (৪৫) গাইবান্ধা সদরের কূপতালা বাঁধের মাথা এলাকার মৃত. আব্দুল জলিল বেপারীর ছেলে।

সাদুল্লাপুর থানা সূত্রে জানা গেছে, ১৪/১৫ বছর আগে খায়রুনেছার মেয়ে শাহানা আকতার শেলির সঙ্গে সাইফুল ইসলামের বিয়ে হয়। স্বামীর নির্যাতনের কারণে তিন মাস আগে শাহানা স্বামীকে তালাক দিয়ে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ নেন। তারপর থেকে সাইফুল প্রায় মোবাইলে ফোন করে শাশুড়ি ও শ্যালকদের হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে খায়রুনেছা বাড়ির অদূরে মরুয়াদহ খুশি মিয়ার রাইচ মিল এলাকায় তার ছেলে রওশন আলমের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে মেয়ে জামাই মোবাইল ফোনে তাকে বাড়ির অদূরে মসজিদের সামনে গাব গাছের নিচে কথা বলার জন্য ডাকেন। ওখানে যাওয়ার পর তার সঙ্গে কথাকাটাকটির এক পর্যায়ে শাশুড়ির ঘারের নিচে  ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি