ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদেব গ্রামের খুঁজিয়ার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোফাজ্জল হোসেন (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল হোসেন ওই উপজেরার সাতগিরি গ্রামের আবদুস সামাদের ছেলে বলে জানা গেছে।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন জানান, মোফাজ্জল বাড়ি থেকে বাইসাইকেলে করে বামনডাঙ্গায় যাওয়ার পথে রংপুরগামী মালবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সহায়তায় রংপুরের পীরগাছা থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি