ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন

প্রকাশিত : ১০:৩৫, ১৮ মে ২০১৬ | আপডেট: ১০:৩৫, ১৮ মে ২০১৬

Ekushey Television Ltd.

শুকনো মৌসুমে গাইবান্ধার ফুলছড়িতে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন শুরু হয়েছে। এরইমধ্যে বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ৩ শতাধিক ঘর। ভাঙ্গনের মুখে পড়ায় ব্যহত হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রগুলোর কার্যক্রমও। অথচ বরাবরের মতো দায়সারা আশ্বাসবানী দিয়েই ক্ষান্ত পানি উন্নয়ন বোর্ড। নিরাপদ আশ্রয়ের আশায় অজানা কোথাও পাড়ি জমাচ্ছেন নদী পাড়ের দিশেহারা মানুষগুলো। ১৫টি পয়েন্টে ভাঙ্গনের কারনে ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারী, চন্দনস্বর, কুচখালী, কাউয়াবাঁধাসহ আশপাশের প্রায় ৪ কিলোমিটার এলাকার চিত্র এমনই। গেলো এক মাসে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় শতাধিক বাড়িঘর আর কয়েক বিঘা জমি বিলীন হয়েছে নদী গর্ভে। বর্ষার শুরুর আগেই উপজেলার ৭ ইউনিয়নের ৫টিই ভাঙ্গনের কবলে পড়ায় বাঁধ নির্মাণের তাগিদ দিলেন সংশ্লিষ্টরা। ভাঙ্গন থেকে এলাকা রক্ষা করতে কাজ শুরুর কথা জানালো পানি উন্নয়ন বোর্ড। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়া হলে ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হবে বলে আশঙ্কা স্থানীয়দের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি