ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজায় সহযোগিতা জোরদারে ইইউ প্রধানের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ২২ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ইইউ প্রধান উরসুলা ভন ডার লেইন বলেছেন, ইসরায়েল-হামাস জিম্মি মুক্তির অধীনে চার দিনের একটি মানবিক যুদ্ধ বিরতি ঘোষণার পর ইউরোপীয় কমিশনকে গাজায় ত্রাণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার এই নির্দেশ দেন ইইউ প্রধান।

তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আন্তরিকভাবে চুক্তিকে স্বাগত জানাই। ইউরোপীয় কমিশন গাজায় মানবিক যুদ্ধবিরতিটি ব্যবহার করে সর্বাত্মক মানবিক সহায়তা জোরদারের চেষ্টা করবে।’

এদিকে, হামাসের সঙ্গে জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। আশা করা হচ্ছে, কাল থেকে কার্যকর হতে পারে এই চুক্তি। চুক্তি অনুযায়ী, চার দিনে ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ১৫০ ফিলিস্তিনী বন্দীকে মুক্তি ও ৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর করবে ইসরায়েল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি