ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা ছুটি দিয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ-ভাঙ্গচুর

প্রকাশিত : ১১:২৯, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১১:২৯, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

  গাজীপুরের সাইনবোর্ড এলাকায় ইষ্ট ওয়েস্ট নামে একটি কারখানায় বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা ছুটি দিয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ-ভাঙ্গচুর করেছে শ্রমিকরা। পুলিশ জানায়, গত মাসের বেতনা এ মাসের ৭ তারিখে দেয়ার কথা থাকলেও চলতি মাসের ১৫ তারিখে তা পরিশোধের ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠলে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। এরই জের ধরে সকালে শ্রমিকরা বিক্ষোভ করে। একপর্যায়ে তারা ভাঙ্গচুর করে। এক পর্যায়ে শ্রমিকরা তারা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি