ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

গাজীপুরে র‌্যাবের অভিযানে নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের দুই জঙ্গি গ্রেফতার

প্রকাশিত : ১৭:৪৮, ১০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪৮, ১০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরে র‌্যাবের অভিযানে নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের দুই জঙ্গি গ্রেফতার হয়েছে। তারা দু’জন কারাগারে হামলা চালিয়ে বন্দি জঙ্গিদের ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছিলো বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তার একজন রাশেদুল ইসলাম স্বপন আনসারউল্লাহ’র গাজীপুর জেলা কমিটির সমন্বয়কারী। মুফতি জসিমউদ্দিন রাহমানিসহ কারাবন্দি জঙ্গিদের ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করেছে নিষিদ্ধ আনসারউল্লাহ বাংলাটিম। এ পরিকল্পনার অংশ হিসেবে তাদের টার্গেট ছিলো কাশিমপুর কারাগার। এ কারাগারেই বন্দি আছেন রাহমানিসহ কয়েকজন জঙ্গি নেতা।মুফতি রাহমানি ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় কারাদন্ড ভোগ করছেন। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। শুক্রবার গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে আনসারউল্লাহ বাংলাটিমের দুই সদস্যকে গ্রেপ্তারের পর সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টার পর বরখাস্ত মেজর জিয়াউল হক আনসার উল্লাহর সামরিক শাখার প্রধান। তাকে গ্রেপ্তারের চেষ্টায় বিভিন্ন স্থানে চলছে অভিযান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি