গাজীপুর থেকে ভাওয়াল মির্জাপুর সড়কটি চলাচলের অনুপযোগী
প্রকাশিত : ১৪:৩০, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৩৯, ১ অক্টোবর ২০১৬
গাজীপুরের মৌচাক থেকে জামালপুর হয়ে ভাওয়াল মির্জাপুর সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে চালক ও যাত্রীদের। সড়ক সংস্কারে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুরের মৌচাক থেকে জামালপুর ও ভাওয়াল মির্জাপুর হয়ে রাজেন্দ্রপুর পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কটির এমন বেহাল দশায় দুর্ভোগের শেষ নেই যাত্রীদের।
ব্যস্ততম এই সড়কটির বেশিরভাগ স্থানই ভাঙাচোরা, খানাখন্দে ভরা। কোথাও কোথাও বড় বড় গর্ত। তার উপর রয়েছে কাদামাটি। এর উপর দিয়ে চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। রাস্তায় দুরাস্থার কারণে সময় মত পণ্য সরবরাহ করতে পারছেন না শিল্প কারখানার মালিকরা।
সড়কটিতে যানবাহন চলাচলের অযোগ্য হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরাও।
সড়কটি সংস্কারে উদ্যোগের কথা জানালেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা।
জন দুর্ভোগের কমাতে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভূক্তভোগীদের।
আরও পড়ুন