ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

গাজীপুর থেকে হরকাতুল জিহাদের ৪ সদস্যকে আটক

প্রকাশিত : ১৫:৫৬, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৫৬, ২৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হরকাতুল জিহাদের চার সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৪টি পেট্রোল বোমা, দেশীয় অস্ত্র, জিহাদী বইসহ ইলেকট্রিক ডিভাইস জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ’ তথ্য জানান পুলিশ সুপার হারুন অর রশিদ। আটককৃতরা হলো- খায়রুল ইসলাম, গোলাম কিবরিয়া, আমিনুল হক ও শহিদুল্লাহ। পুলিশ সুপার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাস্টারবাড়ি এলাকার একটি বাড়িতে বৃহস্পতবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। আটককৃতদের একজন আরাকান ফেরত, অন্য দুইজন গাজীপুরের আইইউটির প্রাক্তন ছাত্র। তারা বিস্ফোরক তৈরিতে প্রশিক্ষণ দিয়ে থাকে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি