ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

গুলশান বনানীর অবৈধ স্থাপনা সরাতে ১০ মাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৫১, ৫ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর গুলশান, বনানী ধানমণ্ডি এলাকার অবৈধ সব স্থাপনা সরাতে ১০ মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

গতবছর দেওয়া এক রুলের ওপর শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্টে বেঞ্চ বুধবার এই রায় দেন।  

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের অভিযানের প্রেক্ষাপটে ২৩৩টি রিট আবেদন একসঙ্গে নিষ্পত্তি করে হাই কোর্ট এই রায় দিলেন।   

আদালতে রাজউকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীদের পক্ষে ছিলেন এ বি এম আলতাফ হোসেন, অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান, আসিফ আলী খান ও অ্যাডভোকেট মনিরুজ্জামান।

রায়ের পর এ বি এম আলতাফ হোসেন বলেন, বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা নিয়ে রিট আবেদন হয়েছে ও রুল জারি করা হয়েছে। রিট নিষ্পত্তি করে আদালত রাজধানীর ওই তিন এলাকার  অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ধানমন্ডি, গুলশান ও বনানীর  আবাসিক প্লট থেকে সব অননুমোদিত বাণিজ্যিক ও অবৈধ স্থাপনা দশ মাসের মধ্যে সরিয়ে নিতে বলেছেন আদালত।

এই দশ মাসের মধ্যে ওইসব স্থাপনায় রাজউক বা কোনো সেবা সংস্থা কোনো ধরনের উচ্ছেদ অভিযান চালাতে পারবে না বা গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না।

দশ মাসের মধ্যে মালিকরা স্থাপনা সরিয়ে না নিলে রাজউক নোটিস ছাড়াই সেখানে উচ্ছেদ অভিযান চালাতে পারবে।

তবে রিটকারী পক্ষের আরেক আইনজীবী ব্যারিস্টার আবদুল কাইয়ুম বলছেন, এই দশ মাসের মধ্যে বাণিজ্যিক স্থাপনার মালিকরা রাজউকের অনুমোদন নিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছে আদালত।

//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি