ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলার রায় ৬ নভেম্বর

প্রকাশিত : ১৮:১৩, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১৩, ৩১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ আগামী ৬ নভেম্বর ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাঈল এই তারিখ ধার্য করেন। অভিযোগ প্রমাণিত হলে শাহাদাত ও তার স্ত্রীর সাত থেকে ১৪ বছরের কারাদন্ড হতে পারে। রাষ্ট্রপক্ষ স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে জানিয়ে যুক্তিতর্কের শুনানীতে তাদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন রাষ্ট্রপক্ষের কৌসুলী আলী আজগর স্বপন। এর আগে গেল বৃহস্পতিবার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ বলে দাবি করেন ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জেসমিন জাহান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি