গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর জামিন মঞ্জুর
প্রকাশিত : ১৮:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আতœসমর্পণের পর গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে জামিন দিয়েছে চট্টাগ্রাম মহানগর দায়রা জজ আদালত।
মঙ্গলবার সকালে বিচারক মো. শাহেনুর জামিন মঞ্জুর করেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০০০ সালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় গণপূর্ত বিভাগের ৫টি প্লট সাবেক সাংসদ রফিকুল আনোয়ার ও তার ভাই ফখরুল আনোয়ারের নামে বরাদ্দ দেয়া হয়। পরে তারা প্লটগুলো অন্যদের কাছে বিক্রি করেন। এ ঘটনায় ২০০৭ সালে মোশাররফ হোসেনসহ অপর দুইজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
আরও পড়ুন