ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

গোলাম রহমান-ফেরদৌস আরা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

গোলাম রহমান-ফেরদৌস আরা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী (বুধবার ও মঙ্গলবার) ফ্রি মেডিকেল ক্যাম্প ফেনীর দাগনভূঞার ওমরাবাদ মুন্সি বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই দিনে তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন। ক্যাম্পে নের্তৃত্ব দেন মুগদা সরকারী জেনারেল হাসপাতালের নাক, কান, গলা বিশেষজ্ঞ ও সিনিয়র সার্জন ডা. মো. গোলাম ফারুক।

বুধবার সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রায়হান। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমরাবাদ পঞ্চায়েত কমিটির সভাপতি ও ওমরাবাদ জামে মসজিদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি