ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

গোলাম সারওয়ারের মৃত্যুতে ইবি প্রেসক্লাবের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ১৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাব। সোমবার রাতে প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র ও সাধারণ সম্পাদক আসিফ খান স্বাক্ষরিত এক শোক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।

শোক বার্তায় তারা উল্লেখ করেন, গোলাম সারওয়ার সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে সাংবাদিক জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশ একজন মহান সাংবাদিককে হারিয়েছে। তার লেখনি ছিল ক্ষুরধার সত্য, ন্যায় ও প্রগতিশীলতার পক্ষে। তার শূণ্যতা সহজে পূরণ হওয়ার নয়। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সতীর্থ ও শুভানুধ্যায়িদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

উল্লেখ্য, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার সোমবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি