ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

গোল্ডেন সনের বন্ড লাইসেন্স বাতিলসহ ৪৩ কোটি টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শুল্কমুক্ত সুবিধার আওতায় আমদানি করা কাঁচামাল বন্ডেড ওয়ারহাউজ থেকে অবৈধ স্থানান্তর করে শুল্ক আইন লঙ্ঘনের অপরাধে গোল্ডেন সন লিমিটেডের বন্ড লাইসেন্স বাতিল করেছে কাস্টমস বন্ড কমিশনারেট। পাশাপাশি ৪৩ কোটি ২৯ লাখ ১ হাজার ৮১১ টাকা জরিমানা করা হয়েছে কোম্পানিটিকে।

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত এই কোম্পানিকে ১২ নভেম্বরের মধ্যে জরিমানার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

২৯ অক্টোবর এই আদেশ জারি হলে এ বিষয়ে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) ওয়েবসাইটে ঘোষণা দেওয়া হয়।

এদিকে লাইসেন্স বাতিল ও জরিমানার খবরের মধ্যে আজ বুধবার ডিএসইতে গোল্ডেন সনের শেয়ারের দর আগের দিনের চেয়ে ৩০ পয়সা বা ২ দশমিক ১১ শতাংশ কমে ১৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির বাজার মূলধন ছিল ২৪৩ কোটি ৮৫ লাখ টাকা।

২০০৭ সালে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরিতে লেনদেনে থাকা কোম্পানিটি ২০১১ ও ২০১৫ সাল ছাড়া প্রতিবছরই বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির প্রকৃত মূলধন ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৭১ কোটি ৭৩ লাখ টাকা।

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি