ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ঘূর্ণিঝড় রোয়ানু’র ক্ষত বয়ে বেড়াচ্ছে ২০ গ্রামের মানুষ

প্রকাশিত : ১২:১২, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১২:১২, ১৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

এখনো ঘূর্ণিঝড় রোয়ানু’র ক্ষত বয়ে বেড়াচ্ছে কক্সবাজারের ২০টি গ্রামের মানুষ। ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ সংস্কার না হওয়ায়, অহরহ ঢুকছে জোয়ারের পানি। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। জোয়ারের সময় পানিবন্দী থাকতে হচ্ছে এ’সব গ্রামের মানুষদের। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতের মাস পেরুতে চললেও, এখনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কক্সবাজারের ২০টি গ্রামের মানুষকে। ঘূর্ণিঝড়ে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ দিয়ে সাগরের নোনা পানি ঢুকছে লোকালয়ে। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল, উত্তর ধুরং, মহেশখালী উপজেলার ধলঘাটা, মাতারবাড়ি, টেকনাফের সাবরাং ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ জোয়ারের সময় পানিবন্দী হয়ে পড়ছে। বন্ধ রয়েছে এ’সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানও। নির্মাণ কাজ ভালো না হওয়ায় বারবার বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সব জায়গায় টেকসহ বাঁধ নির্মাণ করা হয়নি বলে স্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ডও। দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি