ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রামে র‍্যাবের গুলিতে ডাকাত নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা বাইপাস এলাকায় বরযাত্রীর গাড়িতে ডাকাতির পর র‍্যাবের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

তবে নিহত ওই ডাকাতের পরিচয় জানাতে পারেননি র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম।

তিনি জানান, চট্টগ্রামের হাটহাজারি থেকে মাইক্রোবাসে করে ২১ বরযাত্রী লাকসামে ফেরার পথে রাত সাড়ে ৩টার দিকে বাসটি কুমিরা বাইপাস এলাকায় পৌঁছালে ছয় থেকে সাতজনের একদল ডাকাত অস্ত্রের মুখে মাইক্রোবাসটিতে ডাকাতি করে। সর্বস্ব হারিয়ে ছোট কুমিরায় দাঁড়িয়ে থাকা র‍্যাবের টহল দলকে দেখে অভিযোগ করেন বরযাত্রীরা। এ সময় দ্রুত র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ডাকাতরা জঙ্গলে ডাকাতির জিনিসপত্র ভাগাভাগি করছিল। হঠাৎ র‍্যাবকে দেখে ডাকাতরা গুলি ছোড়লে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত নিহত হয়। আর বাকিরা পালিয়ে যায় বলে জানান ফাহিম।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি