চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
প্রকাশিত : ১৮:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২২

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে সমিতির জীবন সদস্যবৃন্দের সন্তানদের মধ্যে ২০২০ ও ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করা হয়। সোমবার (২১ ফেব্রুয়ারি) তোপখানা রোডস্থ সমিতি মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মো. নূরুল হুদা।
সমিতির শিক্ষা ও পাঠাগার সম্পাদক রাহুল বড়ুয়ার সঞ্চালনায় চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি জয়নুল আবেদীন জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও নির্বাহী পরিষদের সহ-সভাপতি এ এম মনসুর উল আলম ও চট্টগ্রাম সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো।
প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমি মহাপরিচালক মো. নূরুল হুদা বলেন, আজকের এই দিন ৭০ বছর আগে আমাদের মাতৃভাষার স্ফুরণের মুহুর্ত শুরু হয়েছিল। ভাষা আন্দোলন আমাদের স্বাধীকার আন্দোলনেরও সুতিকাগার হিসেবে চিহ্নিত। তাই ভাষা আন্দোলন আমাদের আত্মপরিচয়ের প্রথম ধাপ। তিনি বলেন, এ ভাষার বৈচিত্রতার জন্য ভাষা মৈত্রী হওয়া দরকার। বাংলা ভাষার মাধ্যমে আমাদের জাতি সত্তার পরিচয় ফুটে উঠেছে। ভাষা আন্দোলন তার একটি নির্দশন। আমরা সারা পৃথিবীতে মাতৃভাষার বৈচিত্র অনুসন্ধান করি। ভাষার সমৃদ্ধির জন্য যেমন ভাল ভাবে বাংলা শিখতে হবে, তেমনি বিদেশি ভাষাও শিখে বাংলা ভাষা সমৃদ্ধ করতে পারে।
কবি মো. নূরুল হুদা বলেন, আমরা মাতৃভাষার যেমন বিকাশ চাই, তেমনি সকল ভাষারও বিকাশ চাই। প্রমিত বাংলা ও আঞ্চলিক ভাষার মধ্যে ট্রানজিট উচ্চারণ রয়েছে। ভাষার মধ্যে সম্পুরক ভাষা আছে, আবার মিশ্রণ ভাষাও আছে, তেমনিভাবে বাংলা ভাষার বৈচিত্র অনুসন্ধান করতে হবে। বাংলা ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান দিনে কৃতি শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যকে আরো গভীরভাবে অনুশীলন এবং শুদ্ধভাবে প্রকৃত বাংলা চর্চা করার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম চৌধুরী ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মুঃ মোহসিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনিচ উল মাওয়া আরজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, ক্রীড়া সম্পাদক সৈয়দ আলম, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, নির্বাহী সদস্য মো. গিয়াস উদ্দীন খান, শফিকুর রহমান শফিক, পারভেজ মো. চৌধুরী প্রমুখ।
কেআই//
আরও পড়ুন