ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫

চবিতে বাতিল হলো পোষ্য কোটা, কমেছে আসন সংখ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৪৫, ১১ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য নির্ধারিত ‘পোষ্য কোটা’ বাতিল করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে আবেদনের জন্য ন্যূনতম জিপিএর মান কমানো হয়েছে। এ ছাড়া শতাধিক আসন থাকা বিভাগগুলোর আসন কমিয়ে ১০০টি নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে রবিবার উপাচার্যের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষা কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরেই পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আসছিল। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের বিষয়টি বিবেচনা রেখে এই ছাড় দেওয়া হয়েছে। তবে মাধ্যমিকের ফলাফলের ক্ষেত্রে পূর্বের শর্তই বহাল থাকছে। এছাড়া যেসব বিভাগে শতাধিক আসন ছিল, সেসব বিভাগ সর্বোচ্চ ১০০ আসনে সীমিত করা হয়েছে।

তিনি জানান, বৈঠকে ভর্তি পরীক্ষার সময় সূচির বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ জানুয়ারি ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। আগামী ১ ডিসেম্বর অনলাইন আবেদনে আবেদন শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত ।

ভর্তি পরীক্ষার নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৩ জানুয়ারি ‘ঘ’ ইউনিট, ৯ জানুয়ারি ‘গ’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাব ইউনিটগুলোর মধ্যে ‘ঘ-১’ ইউনিটের (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ) পরীক্ষা হবে ৫ জানুয়ারি, ‘খ-১’ ইউনিটের ৭ জানুয়ারি এবং ‘খ-২’ ইউনিটের পরীক্ষা হবে ৮ জানুয়ারি। 

আবেদনের যোগ্যতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রে এবার জিপিএর ন্যূনতম মান গত বছরের তুলনায় ০.২৫ পয়েন্ট কমানো হয়েছে। ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) সর্বনিম্ন মোট জিপিএ ৭.৭৫ থাকতে হবে, তবে আবেদনকারীকে আলাদাভাবে মাধ্যমিক কমপক্ষে ৪.০০ পয়েন্ট এবং উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৩.২৫ থাকতে হবে।

‘খ’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ) মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম মোট জিপিএ ৭.০০ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭.৫০ নির্ধারিত হয়েছে। ‘গ’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) ন্যূনতম মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭.৫০। ‘ঘ’ ইউনিটে (সমন্বিত ইউনিট) সব বিভাগ থেকে আবেদন করা যাবে, যেখানে মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭.০০।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি