ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

চবিতে সাংবাদিকদের মেলা শুরু

প্রকাশিত : ১৫:৩৫, ১৮ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’ (চবিসাস)’র উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের মেলা ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট’১৯ শুরু হয়েছে।

সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা দিয়ে শুরু হয় কার্যক্রম।

পরে ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

সাংবাদিক সমিতির প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক জোবায়ের চৌধুরীর সঞ্চালনায় এবং সভাপতি সৈয়দ বাইজিদ ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি গাজী টিভি ও সারাবাংলা ডট নেট’র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা। আরও উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. আলী আজগর চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে. এম নুর আহমেদ ও সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল।

উল্লেখ্য, এ আয়োজনে দেশের ২৩ টি বিশ্ববিদ্যালয়ের ২৭ টি সাংবাদিক সংঠনের প্রায় ২৫০ এর উপরে ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ যোগ দিয়েছেন। যা চলবে আগামী ২ দিন। ২য় দিনের কার্যক্রম কক্সবাজার হওয়ার কথা রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি