ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

চবি `বি` ইউনিটের ফল প্রকাশ

চবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:২৪, ২৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাশের হার ৩৬.৯৪ শতাংশ।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করা হয়। এসময় ‘বি’ ইউনিটের সমন্বকারী সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিস্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২২১টি আসনের বিপরীতে আবেদন করেন ৪২ হাজার ৪ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৬ হাজার ৫৪৪ জন। সে হিসেব অনুযায়ী ‘বি’ ইউনিটের পাশের হার ৩৬.৯৪ শতাংশ।

উল্লেখ্য, গতকাল ২৭ অক্টোবর দুই শিফটে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
 
কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি