ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

চালু হচ্ছে আরও ৪ মেডিকেল কলেজ: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৫:২৮, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দেশে নতুন করে আরও চারটি মেডিকেল কলেজ চালু হচ্ছে। এই প্রস্তাবে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি শিক্ষাবর্ষ থেকে আরও ২৫০ জন শিক্ষার্থী এসব মেডিকেলে পড়ালেখার সুযোগ পাবে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম।

আজ রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নওগাঁ, নেত্রকোণা, মাগুরা ও নীলফামারীতে এই চার মেডিকেল কলেজ হবে।

এছাড়া চাঁদপুরে মেডিকেল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, আসন্ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই আড়াইশ’ শিক্ষার্থী নতুন অনুমোদিত চার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি