ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

চীনে টর্নেডোর আঘাতে ৯৮ জনের মৃত্যু

প্রকাশিত : ১৮:৪৮, ২৪ জুন ২০১৬ | আপডেট: ১৮:৫৯, ২৪ জুন ২০১৬

Ekushey Television Ltd.

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আট শতাধিক ব্যক্তি। স্থানীয় সময় বৃহস্পতিবার এই টর্নেডো আঘাত হানে। ঘণ্টায় ৭৮ মাইল বেগে ঝড়ো বাতাসে প্রদেশটির বেশ কয়েকটি শহরে বাড়ি-ঘর তছনছ হয়ে যায়। প্রবল বৃষ্টি, শিলাঝড় ও টর্নেডোতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইয়ানচেং শহরে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন। এর আগে চলতি সপ্তাহের প্রথমদিকে দক্ষিণ চীনে বন্যায় অন্তত ২২ জনের মৃত্যু হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি