ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

চীনে ধসে পড়া রোডে রেল চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ১৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

চীনের অন্যতম ব্যস্ত রেললাইন মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উচ্যাংয়ে একটি রোডবেড মেরামত করার পর রেল চলাচল শুরু হয়েছে।  উহান রেলওয়ে ব্যুরো বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যুরো তথ্য মতে , বৃহস্পতিবার মধ্যরাতে এই ধসের ঘটনা ঘটে। এতে বেইজিং-গুয়াংঝৌ লাইনের প্রায় ২০টি সাধারণ ট্রেন আটকা পড়ে। রোডবেডটি ধসে পড়ায় রেল চলাচল বন্ধ হয়ে যায়।

পরে রেল চলাচল স্বাভাবিক করার জন্য জরুরি সংস্থার কর্মীরা দ্রুত কাজ শুরু করেন।  ১ হাজারের বেশি ইঞ্জিনিয়ার ও শ্রমিকের একটি বিশাল দল এই কাজে অংশ নেয়।

সূত্র: সিনহুয়া

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি