ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

চীনে স্থাপিত হচ্ছে ৬০ কোটি সিসিটিভি ক্যামেরা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ১১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আধুনিক বিশ্বে নিরাপত্তা কিংবা নজরদারির অন্যতম অনুষঙ্গ সিসিটিভি ক্যামেরা। তাই নিরাপত্তার কথা চিন্তা করে চীন গড়ে তুলছে বিশ্বের সবচেয়ে বড় `ক্যামেরা নজরদারি নেটওয়ার্ক`।

ইতোমধ্যেই প্রায় সতের কোটি ক্যামেরা স্থাপন করেছে চীন। শুধু তা-ই নয় পুরো দেশকেই ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে দেশটি। পুরো দেশে পরবর্তী তিন বছরে স্থাপনের পরিকল্পনা রয়েছে আরও প্রায় ৪০ কোটি সিসিটিভি ক্যামেরা।

এগুলো নিয়ন্ত্রণ করবে উচ্চ প্রযুক্তি সম্পন্ন পুলিশ কন্ট্রোল রুম। এখানে শহরের অধিবাসীদের প্রত্যেকের ছবিসহ তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা আছে। কিছু ক্যামেরা মনোভাব বুঝতে পারে অর্থাৎ ফেস রিডিং দক্ষতা আছে। আবার কিছু ক্যামেরা নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, বয়স ও লিঙ্গ সম্পর্কে ধারণা করতে সক্ষম।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি