ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

চুয়াডাঙ্গাতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক ইজতেমা

প্রকাশিত : ০৯:২৫, ২২ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:২৫, ২২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিশ্ব ইজতেমায় ভিড় কমানো এবং স্থানীয় পর্যায়ে ইসলামের বার্তা পৌঁছে দিতে দেশের ৩২টি জেলার মত চুয়াডাঙ্গাতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক ইজতেমা। চুয়াডাঙ্গা পৌর এলাকার বেনাগাড়ির মাঠে ইজতেমা অনুষ্ঠিত হবে ২৪, ২৫ ও ২৬ নভেম্বর। এরই মধ্যে প্রস্তুতি প্রায় শেষ। ইজতেমা সুষ্ঠুভাবে সফল করতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। নিরাপত্তায় স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এরইমধ্যে আসতে শুরু করেছেন মুসল্লিরা। ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান, ইজতেমা শুরুর দিন থেকে মোতায়েন থাকবে ৬’শ পুলিশ সদস্য।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি