ঢাকা, শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গায় ট্রলি থেকে ছিটকে পড়ে চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৯, ২ জুলাই ২০২০ | আপডেট: ২২:০১, ২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওয়ার ট্রলি থেকে ছিটকে পড়ে আব্দুল মালেক (৫০) নামে পাওয়ার ট্রলি’র চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার বারাদি কামারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক একই উপজেলার দর্শনা সরাবাড়িয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বর্রাত দিয়ে দামুড়হুদা থানা পুলিশ জানান, আব্দুল মালেক বৃহস্পতিবার দুপুরে পাওয়ার ট্রলি চালিয়ে বারাদী এলাকা থেকে শিয়ালমারীর দিকে যাচ্ছিলো। এসময় কামারপাড়া এলাকায় পৌঁছালে ট্রলির চাকা বিষ্ফোরণ হয়। 

এ সময় ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। লাশ ময়নাতদন্তে জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
কে আই


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি