ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে কিশোর নিহত

প্রকাশিত : ১৫:২৭, ১৪ মে ২০১৬ | আপডেট: ১৫:২৭, ১৪ মে ২০১৬

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শিহাব উদ্দিন সজল নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার সকালে গোয়ালপাড়ার নতুনপাড়া সীমান্তের ৬৬ নম্বর সীমান্ত পিলারের কাছে শিহাব আম পাড়তে যায়। সেসময় ভারতের টুঙ্গি বিএসএফ ক্যাম্প ১১৩ ব্যাটালিয়ন সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছুঁড়ে। পেটে গুলিবিদ্ধ শিহাবকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা বিজিবি ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি