ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ছাত্র-জনতা ও পুলিশ ঐক্যবদ্ধ হলে জঙ্গিমুক্ত দেশ গড়া সম্ভব

প্রকাশিত : ১৫:২২, ২৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:২২, ২৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ছাত্র-জনতা ও পুলিশ, সবাই মিলে ঐক্যবদ্ধ হলে জঙ্গিমুক্ত দেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন পুলিশ হেডকোয়ার্টাসের ডিআইজি একে এম শহিদুর রহমান। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মিলনায়তনে ‘জঙ্গিবাদ সংকুচিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি প্রসঙ্গ’ শিরোনামে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যে যার অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখ দাঁড়াতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ইবাইস বিশ্ববিদ্যালয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি