ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

ছোট বোনকে বাঁচাতে গিয়ে মৃত্যুর কোলে বড় বোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলা হয়, কিছু ছবি হাজারো শব্দের চেয়ে অনেক বেশি অর্থ বহন করে। এমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, এক কিশোরী তাঁর ছোট বোনকে অক্সিজেন সরবরাহ করতে মাস্ক পরিয়েছেন। কিন্তু অক্সিজেনের অভাবে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

সিরিয়ার পূর্ব ঘৌতায় রাশিয়া ও আসাদ সরকারের মিলিত বাহিনীর চালানো রাসায়নিক অস্ত্রের হামলায় নিহত শতাধিক শিশুর একটি ছবিমাত্র এটি। আর এ ছবিতেই ভেসে ওঠছে সিরিয়ার বর্তমান পরিস্থিতির চিত্র। পৃথিবীর দোযখখ্যাত পূর্ব ঘৌতায় গত কয়েকদিনের রাসায়নিক হামলায় শতাধিক শিশুসহ দেড় হাজারোরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, সিরিয়ায় এক ধ্বংসাত্মক রাসায়নিক গ্যাস হামলায় আহত হয় বেশ কয়েকজন শিশু। আহতদের মধ্যে দুই বোনও ছিলেন। বাঁচার জন্য যা দরকার ছিল, তা হলো অক্সিজেন। সেখানে লাশ আর আহতদের মাঝখানে ছিল একমাত্র অক্সিজেন মাস্ক। আর প্রাণ ছিলো দুইটি। দুই বোনের প্রাণ। এমন অবস্থায় নিজে মাস্ক না পরে, আহত বোনকে মাস্ক পরিয়ে দিচ্ছেন এক বোন, যে কি না ধীরে ধীরে নিজেই কিনা মৃত্যুর কোলে ঢলে পড়লো।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি