ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ছয় দফা জানিয়ে রাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা’। সেইসঙ্গে শিক্ষার্থীরা আরও ছয় দফা দাবি জানিয়ে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

শিক্ষার্থীদের দাবিসমূহ- নিরাপদ সড়ক নিশ্চিত করতে নৌমন্ত্রীর পদত্যাগসহ শিক্ষার্থীদের দাবিসমূহ বাস্তবায়ন, শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার, আলোকচিত্রী শহীদুল আলমের রিমান্ড বাতিলসহ নিঃশর্ত মুক্তি, হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, চালক-স্টাফদের প্রশিক্ষণ দেওয়াসহ শ্রমঘণ্টা ও বেতন কাঠামো নির্ধারণ এবং সড়ক দুর্ঘটনায় আহতের চিকিৎসা ব্যয়ভার রাষ্ট্রকে নেওয়া।

লিখিত বক্তব্যে চারুকলা অনুষদের শিক্ষার্থী আফরুকুন্নাহার তানিয়া বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে সংগঠিত আন্দোলনে হামলা-মামলা নিপীড়নের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সাধারণ সম্পাদক আল আমীন প্রধান তারেক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাদীরা রুম্মান, চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিলা খাতুন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম প্রমুখ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি