জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান
প্রকাশিত : ১৮:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭
জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে আন্তধর্মীয় সম্প্রীতি পরিষদ।
মঙ্গলবার সকালে আন্তধর্মীয় সম্প্রীতি পরিষদ আয়োজিত সেমিনারে তারা এ কথা বলেন। এ সময় তারা বিশ্বব্যাপী জঙ্গিবাদ কার্যক্রমের সমালোচনা করে শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার জন্য সকলকে কাজ করার আহ্বান জানান। নগরী থিয়েটার ইনষ্টিটিউটে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড সুফি পার্লমেন্টের চেয়ারম্যান মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী মাইজভান্ডারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা অনুষদের চেয়ারম্যান আধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুসহ সূফী সাধকরা।
আরও পড়ুন