ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

জঙ্গিবাদ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ

প্রকাশিত : ১৭:৪৪, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪৪, ৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গিবাদ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। চট্টগ্রামের একটি হোটেলে আগরতলা প্রেসক্লাব ও চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনের আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী উৎসবে তিনি এসব কথা বলেন। সেসময় তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে অকৃত্রিম বন্ধুপ্রতিম দেশ ভারতের মৈত্রীর যে সম্পর্ক তা অটুট থাকবে। ভারতের জনগণ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যে ভালোবাসা দেখিয়েছে তা এদেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। উৎসবে, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী ও দৈনিক পূর্বদেশ সম্পাদক ওসমান গণি মনসুরকে সংবর্ধনা দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি