ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ মামুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন।

রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ  এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলে তিনি এই দায়িত্ব পালন করবেন।

হেদায়েত উল্লাহ আল মামুন বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ২০১৭ সালের ৪ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব হিসেবে অবসরে যান। এর আগে ২০১৬ সালের ২৯ ডিসেম্বর অর্থ বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন তিনি।

পরিকল্পনা কমিশনের সদস্য থাকা অবস্থায় তিনি জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান ২০১৪ সালে। তিনি ২০১৪ থেকে ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাণিজ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়েও বিভিন্ন মেয়াদে সচিবের দায়িত্বে ছিলেন তিনি।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি