ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

জবির ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ১৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতির পরিবর্তে লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৯ সেপ্টেম্বর।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এব সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৪৪তম একাডেমিক কাউন্সিল সভায় ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বাতিল করে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। আগামী ২৯ সেপ্টেম্বর শনিবার বিজ্ঞান শাখার পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে।

এতে বলা হয়, আগামী ৬ অক্টোবর শনিবার মানবিক শাখা, ১৩ অক্টোবর বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষায় ১ ঘণ্টা ৩০ মিনিট সময় থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভর্তি পরীক্ষার মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ৭২ নম্বর, অবশিষ্ট ২৮ নম্বর এসএসসি ও এইচএসসি থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী আনুপাতিক হারে নেওয়া হবে। এছাড়া চারুকলা, সংগীত, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন-এই চারটি বিভাগে কোন লিখিত পরীক্ষা হবে না। এই চারটি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২৭ অক্টোবর শনিবার থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।’

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ জানানো  হবে।

তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে :

 

ইউনিট -১ (বিজ্ঞান শাখা): ভর্তি পরীক্ষার তারিখ ২৯/৯/২০১৮ (শনিবার)।

 

ইউনিট -২ (মানবিক শাখা): ভর্তি পরীক্ষার তারিখ ০৬/১০/২০১৮ (শনিবার)।

 

ইউনিট -৩ (বাণিজ্য শাখা): ভর্তি পরীক্ষার তারিখ ১৩/১০/২০১৮ (শনিবার)।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি