ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

জবি শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা: আহত ৩

প্রকাশিত : ১৪:৫২, ১৫ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:৫৪, ১৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯ টার দিকে এ হামলা হয়।

জানা গেছে, আনুমানিক রাত ৯টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাঁখারীবাজার সড়কের প্রবেশ মুখে বহিরাগত কিছু ছেলে মদ্যপ অবস্থায় জোরে হর্ণ বাজিয়ে বাইকে করে শোডাউন দিচ্ছিল। তাদের বাইকের বহর দাঁড়িয়ে থাকা একটি বাইককে ধাক্কা দেয়।

এর প্রতিবাদ করেন পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিক, কামরুল ও মারুফ।

কিছুক্ষণ পর বহিরাগতরা আরও দলবল নিয়ে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে তৌফিক, কামরুল ও মারুফ গুরুত্বর আহত হয়।  তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় জানা যায় নি।

এই হামলার নিন্দা জানিয়ে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর এমন হামলা দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই ঘটনার বিচারের দাবি করছি।

 এ বিষয়ে জানতে জবি প্রক্টরকে ফোন করেও তাকে পাওয়া যায় নি।

/এম/ এআর

 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি