ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

জমকালো আয়োজন ও নিত্যনতুন সব ছবির প্রদশর্নীর মধ্য দিয়ে চলছে কান উৎসব

প্রকাশিত : ১৪:৫১, ১৬ মে ২০১৬ | আপডেট: ১৪:৫১, ১৬ মে ২০১৬

Ekushey Television Ltd.

জমকালো আয়োজন ও নিত্যনতুন সব ছবির প্রদশর্নীর মধ্য দিয়ে চলছে বিশ্বের অন্যতম চলচ্চিত্র পুরস্কার উৎসব কান ফিল্ম ফেস্টিভাল। প্রতিবারের মতো এবারও নিজেদের ছবি নিয়ে হাজির হচ্ছেন বিশ্বখ্যাত তারকারা। কানের পঞ্চম দিনে প্রদর্শীত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত জাগো হুয়া সাভেরা। দিন যতো যাচ্ছে ততই উৎসবমুখর হচ্ছে ফ্রান্সের কান। নিজ ছবির প্রদশর্নীতে লাল গালিচায় পা রাখছেন অভিনেতা-অভিনেত্রীরা। ক্যমেরার সামনে নিজেদের আকর্ষণীয় রূপে তুলে ধরছেন বিখ্যাত এসব তারকারা। আছেন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আসন্ন ছবি সরবজিত এর প্রদশর্নীর জন্য নিয়ে এসেছেন পুরো টিমকে। আছেন সোনাম কাপুরও। রোববার কান উৎসবে প্রথম ছবি ছিলো ফরাসি অভিনেত্রী মারিয়ন কোতিয়াহ অভিনীত ‘ফ্রম দ্য ল্যান্ড অব দ্য মুন’। ছিলো ট্রান্সফরমারস ছবির তারকা শিয়া লেবফ এর ‘আমেরিকান হানি’। প্রদর্শীত হয়েছে ‘গ্ল্যাডিয়েটর’ ছবির অভিনেতা রাসেল ক্রো’র ছবি ‘দ্য নাইস গাইজ’ও । কান ক্ল্যাসিকসে অন্যান্য ছবির পাশাপাশি প্রদর্শিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘জাগো হুয়া সাভেরা’।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি