ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

জমি নিয়ে বিরোধের জেরে ৩ জনকে পিটিয়ে জখম

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০০:২৫, ২৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়া জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত আহত কৃষক ইমাম হোসেন (৫০) জানান, উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাকসায় তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ শিমুল, পলাশ, সামসুর নহারের সাথে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে হামলা করে। 

এতে ইমাম হোসেন (৫০), মনোয়ারা খাতুন (৪০) ও মাসুরা খাতুন (১৮) কে ধরে বেধড়ক মারধর করে। তাদের আহত অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদের মধ্যে কৃষক ইমাম হোসেনের অবস্থা আশংকাজনক।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি