ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবসে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ১২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ র‌্যালির আয়োজন করে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। 

র‌্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তিমনি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আমীনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই র‌্যালিতে অংশগ্রহণ করেন।

 

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি