ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জাপানের সাতারু কোসুকে কিতাজিমার জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:৪৩, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৪৩, ২২ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কোসুকে কিতাজিমা জাপানের তারকা সাতারু। অলিম্পিক সাতাওে বিশ্ব রেকর্ডেও মালিক কোসুকে কিতাজিমা। একাধিকবার স্বর্ণ পদক জেতা এ সাতারু আজকের দিনে জন্ম গ্রহণ করেন। পুরো নাম কোসুকে কিতাজিমা। তবে সবাই তাকে প্যগ কিং নামেই চিনেন। আর পরিবারের সবাই কিতাজিমা নামেই ডাকেন ৫ফিট ১০ ইঞ্চি লম্বা এ তারকা সাতারুকে। ১৯৮২ সালের ২২শে সেপ্টেম্বর জাপানের টোকিওতে জন্ম গ্রহণ করেন তিনি। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ১০০ মিটার ব্রেস্টস্টোকে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন কোসুকে কিতাজিমা। ২০০৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপ, ২০০৪ সালে সামার অলিম্পিক ও ২০০৩ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শীপের ১০০ ও ২০০ মিটার ব্রেস্টস্টোকে নতুন রেকর্ড গড়েন কোসুকে কিতাজিমা। ২০০৪ সালে অ্যাথেন্স অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার ব্রেস্টস্টোকে স্বর্ণ জেতেন কোসুকে কিতাজিমা। এরপর ২০০৮ সালে বেইজিং অলিম্পিকেও এ দুই ইভেন্টে স্বর্ণ জেতেন তিনি। ২০০৩ সালে বার্সেলোনায় বিশ্ব চ্যাম্পিয়নশীপে ১০০ ও ২০০ মিটার ব্রেস্টস্টোকে স্বর্ণ জেতেন কিতাজিমা। আর ২০০৭ সালে মেলবোর্ন বিশ্ব চ্যাম্পিয়ন ১০০ মিটার ব্রেস্টস্টোকে স্বর্ণ জেতেন তিনি। ২০০২ সালে ইয়োকোহামায় প্যানপ্যাসেফিক চ্যাম্পিয়নশীপে ১০০ মিটার ব্রেস্টস্টোকে স্বর্ণ জেতেন কোসুকে কিতাজিমা। এরপর ২০১০ সালে অস্ট্রেলিয়ার ইরভিনে ১০০ ও ২০০ মিটার ব্রেস্টস্টোকে স্বর্ণ জেতের এ তারকা। ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জেতের এ জাপানি সাতারু। ২০০৬ সালে দোহায় ১০০ ও ২০০ মিটাওে স্বর্ণ জেতেন তিনি। আর ২০১০ সালে গুয়াংজুতে ৪০০ মিটার ব্রেস্টস্টোকে স্বর্ণ জেতেন কোসুকে কিতাজিমা। এ বছর এপ্রিল মাসে সাতার থেকে অবসর নেন কোসুকে কিতাজিমা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি