ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

জাবিতে নবীনবরণ নাট্য উৎসব শুরু আগামীকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী নবীনবরণ নাট্য উৎসব-২০১৮। আগামীকাল রোববার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক ফারাজানা ইসলাম।

শনিবার জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক দিপংকর চক্রবর্তী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবের প্রথম দিন আন্তঃবিভাগ সাংস্কৃতি প্রতিযোগীতা-২০১৮ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে বাংলা, ইংরেজি, চারুকলা ও মার্কেটিং বিভাগ। দ্বিতীয় দিন পরিবেশিত হবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক ‘মানুষ’। শেষ দিন বাতিঘর থিয়েটার প্রযোজিত ‘ঊর্ণাজল’ নাটক পরিবেশিত হবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই জাহাঙ্গীরনগর থিয়েটার বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদেরকে নাট্য উৎসবের মাধ্যমে বরণ করে নেয়।

কেআই/একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি