ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

জাবির প্রক্টরিয়াল বডিতে নতুন ৫ মুখ

জাবি সংবাদদাতা 

প্রকাশিত : ২২:২৭, ৭ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরিয়াল বডিতে নতুন পাঁচজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন-  উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব শায়লা শারমিন সেতু, পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ জান্নাতুল ফেরদৌস, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব অসীম চন্দ্র রায়, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব সামসুন্নাহার খন্দকার, ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মো. সালাহ্ উদ্দিন।

অফিস আদেশে বলা হয়, পাঁচ জন শিক্ষককে যোগদানের তারিখ হতে ২ বছরের জন্য সহকারী প্রক্টর হিসাবে নিয়োগ করা হলো। সেই সাথে তাঁরা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।


এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি