ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

‘জিএসপির আশা করে না বাংলাদেশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের কাছ থেকে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধা পাওয়ার আশা করে না বাংলাদেশ। এমন মন্তব্য করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমির সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

তোফায়েল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পাওয়ার আশা করে না বাংলাদেশ। কারণ বাংলাদেশ যত শর্ত পূরণ করুক তারা দেবে না। প্রতিবছর নয়শ’ মিলিয়ন কাস্টমস ডিউটি দেয় বাংলাদেশ। তারপরও জিএসপি পাওয়ার প্রত্যাশা করে না। তাদের জিএসপি আমাদের প্রয়োজন নেই। সারা পৃথিবীতে ৩৫ বিলিয়ন ডলার রপ্তানি করে বাংলাদেশ।

তিনি বলেন, স্বাধীনতার পরে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে জাপান। দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। জাপানে আমাদের রপ্তানিও বাড়ছে। আগামীতে দুই বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। মন্ত্রীদের দপ্তর পরিবর্তন নিয়ে তিনি বলেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। নতুন পদ পাওয়া সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

/টিআর/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি