ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

জিনপিংয়ের প্রধান বিরোধীর যাবজ্জীবন কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চরম বিরোধীখ্যাত ও কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সাবেক গুরুত্বপূর্ণ এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘুষ গ্রহণের অভিযোগে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সান জেংসাই (৫৪)। শি জিনপিংয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অনেককেই কমিউনিস্ট পার্টি থেকে ছেটে ফেলা হয়েছে। এবার তাদের তালিকায় যুক্ত হচ্ছেন জেংসাই। অন্যদের মতো জেংসাইকেও দুর্নীতির দায়ে এ কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে ২৬ দশমিক ৭ মিলিয়ন ডলারের অভিযোগ প্রমাণিত হওয়ার পরই তাকে এ শাস্তি দেওয়া হয়।

গত এপ্রিলে চংকিং দলের প্রধান জেংসাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। তবে চীনা গণমাধ্যম শিনহুয়া জানিয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ বিতর্কিত। উল্লেখ্য, কম্যিউনিস্ট পার্টির নির্বাচনে তিনি দলটির প্রধান পদে প্রতিদ্বন্দ্বীতা করার কথা ছিল এবং তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত ছিল।

এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কম্যিউনিস্ট পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তিনি দেশটিতে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন। ওই সময় বেশ দলটির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।

এদিকে তার বিরুদ্ধে এহেন ব্যবস্থা নেওয়ায় সমালোচকেরা বলেন, শি জিনপিংয়ের পথ থেকে সব ধরণের বাধা দূর করতেই তার এ সিদ্ধান্ত। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামে জিনপিং। ওইসময় অন্তত ১০ লাখেরও বেশি মানুষকে দুর্নীতির অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি