ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার করা আবেদন খারিজ

প্রকাশিত : ১৯:৩০, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩০, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অর্থের উৎসবিষয়ক অভিযোগের একটি অংশের পুণঃতদন্ত চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ এ’ আদেশ দেন। আদেশের পর দুদকের কৌঁশুলি খুরশীদ আলম খান বলেন, পুণঃতদন্ত চেয়ে করা আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এরফলে, মামলার কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। তবে, এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি