ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়

জীবনঝুঁকি নিয়ে সড়ক পারাপার শিক্ষার্থীদের

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল

প্রকাশিত : ১৩:৩৭, ৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়টি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মনোরম পরিবেশে অবস্থিত। এ বিদ্যালয়ে প্রায় সাতশত শিক্ষার্থী প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার হাজার হাজার মানুষ ঢাকা- সিলেট মহাসড়কটি শিক্ষার্থীদের নিরাপদে পারাপারের জন্য বিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি করে আসছে। কখন যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় এ নিয়ে ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা সর্বদা দুশ্চিন্তায় থাকেন।

অভিভাবকরা বলেন, এই সড়কে প্রতিনিয়ত একের পর এক দুর্ঘটনা ঘটেছে, এলাকার সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা দুর্ঘটনার শিকার হয়েছে। শির্ক্ষাথীদের সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষকরা লাল পতাকা সংকেত দিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করে ছাত্র-ছাত্রীদের নিরাপদ পারাপারে সহযোগিতা করছেন।

শিক্ষার্থীরা একটি ফুটওভার ব্রিজ দাবি করে জানায়, জীবনের ঝুঁকি নিয়ে সড়কটি পার হতে হয়, কখন যে কোন দুর্ঘটনা ঘটে যায় এটা নিয়ে দুশ্চিন্তায় থাকি, একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ হলে আমাদের সমস্যা থাকবে না, এটি আমাদের প্রাণের দাবি।

প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম বলেন, একটি ফুটওভার ব্রিজ নিমার্ণের জন্য অনেক নেতারা আশ্বাস দিয়েছেন কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। শিক্ষার্থীদের সড়ক পারাপার নিয়ে সর্বদা দুশ্চিন্তায় থাকি।

এ বিষয়ে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের এডহককমিটির সভাপতি রফিক উদ্দিন ঠাকুর বলেন, বিদ্যালয়ের সামনে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ সময়ের দাবি, প্রধানমন্ত্রীর নিকট একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের জোর দাবি করছি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি