ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জীবনাবসানে বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা শফিকুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ১৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:৩২, ১৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শফিকুর রহমান আন্তর্জাতিক ত্রাণ সংস্থা কেয়ারের সাথে কর্মজীবন শুরু করেন। প্রথমত একজন প্রশাসনিক কর্মকর্তা এবং পরে প্রোগ্রাম পরিচালক হিসাবে কেয়ারে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৯ সালে ঢাকায় বিশ্বব্যাংকে যোগদান করেন।

ডব্লিউবি`র বাংলাদেশ মিশনে প্রোগ্রাম অফিসার হিসাবে ১৯৯৬ সালে অবসর গ্রহণ করেন। বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে মিলিয়ন ডলারের বিতরণ তহবিলের ট্র্যাকিং ও সমন্বয় করার ক্ষেত্রে তিনি অগ্রনী ভূমিকা পালন করেন।

তার শোকসন্তপ্ত পরিবারে বিধবা স্ত্রী শওকত আরা বেগম এবং তার চার সন্তানসহ চার প্রজন্মের প্রায় ৫০ জন সদস্য রয়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি