ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

‘জীবনে প্রথমবার শহীদ মিনারে গেলেন ইউপি সদস্য’, তাও জুতাসহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের এক ইউপি সদস্য জুতা নিয়ে শহীদ মিনারে ফুল দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ সচেতনমহলের মধ্যে ক্ষোভ এবং সমালোচনার ঝড় উঠেছে।

সোমাবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের এম এ মোতালেব কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে বেদিতে জুতা পায়ে উঠেন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য খোরশেদুল আলম। ফুল দেওয়ার মুহূর্তে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি ও সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা।
 
৬ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য মো. খোরশেদ বলেন, আমি জীবনে প্রথমবার শহীদ মিনারে উঠছি তাই ভুল করে ফেলছি। আমি খুবই অনুতপ্ত এবং সবার কাছে ক্ষমা চাচ্ছি।

সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করিম সিকদার বলেন, ইউপি সদস্যরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যায়। আমি ছিলাম না সেখানে তবে বিষয়টি জেনেছি, ভাষার মাসে ওই নির্বাচিত ইউপি সদস্য ভাষা শহীদদের অপমান করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি