ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

জেএমবির দক্ষিণ অঞ্চল প্রধান আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জেএমবির দক্ষিণ অঞ্চল প্রধান ভারতের মোস্ট ওয়ান্টেড আবু সাঈদ ওরফে কারিম ওরফে তালহা ওরফে শ্যামলকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ওমর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বগুড়া গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা ও হেডকোয়ার্টার্সের গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি নাইন এমএম পিস্তল, ম্যাগজিন, আটটি গুলি, একটি চাকু ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল।

পুলিশের দাবি, আবু সাঈদ ওরফে কারিম ওরফে তালহা ওরফে শ্যামল ভারতের মোস্ট ওয়ান্টেড ও জেএমবির দক্ষিণ অঞ্চল প্রধান।  সে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা হামলা মামলার অন্যতম আসামি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি